অন্ডকোষে ৩ দিন ধরে রাবার ব্যান্ড, অঙ্গ পচন ধরে প্রাণসংশয় ব্যক্তির
Wednesday, July 28 2021, 12:01 pm
Key Highlightsআমেরিকার শিকাগোর এক ৮১ বছরের বৃদ্ধ দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে তিনি হঠাৎই তার অণ্ডকোষে বেশ কিছু রবার ব্যান্ড জড়িয়ে নেন বলেই জানিয়েছেন তার স্ত্রী। বহুবার বলা সত্বেও তিনি রবার ব্যান্ডগুলি খোলেননি। প্রায় ৩ দিন ধরে এইভাবে ছিলেন ঐ বৃদ্ধ। চিকিৎসকদের মতে, ওই অন্ডকোষে রক্ত চলাচলে বাঁধা পেয়েছিল, দীর্ঘ সময় অক্সিজেন পৌঁছয়নি, মূত্র থলিতে প্রচুর মূত্র জমে গেছিল, ফলে অন্ডকোষটিতে পচন ধরেছিল। ফলে, সেটি কেটে বাদ দিতে হয়েছে।
- Related topics -
- স্বাস্থ্য
- আন্তর্জাতিক
- আমেরিকা

