অর্থনৈতিক

ফিক্সড ডিপোজিটে সুদ বাড়ল, এই প্রথম FD-তে সুদ বাড়াল এনবিএফসি

ফিক্সড ডিপোজিটে সুদ বাড়ল,  এই প্রথম FD-তে সুদ বাড়াল এনবিএফসি
Key Highlights

মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC লিমিটেড। গত 29 মাসের মধ্যে এই প্রথম FD-তে সুদ বাড়াল দেশের অগ্রণী এই নন্-ব্যাঙ্কিং ফিন্যান্স সংস্থাটি (এনবিএফসি)। 33 মাস থেকে 99 মাস মেয়াদের স্থায়ী আমানতে 10 থেকে 25 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বৃদ্ধি করেছে তারা। গত 30 মার্চ থেকে বর্ধিত এই সুদের হার কার্যকর হয়েছে। HDFC-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে সাধারণ গ্রাহকদের 33 মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে বার্ষিক 6.2 শতাংশ হারে সুদ পাবেন লগ্নিকারীরা। আর 66 মাস মেয়াদের আমানতে সুদের হার দাঁড়াবে 6.6 শতাংশ।