Shardul Thakur | রঞ্জিতে হ্যাটট্রিকের ইতিহাস! মেঘালয়কে ৮৬ রানে গুটিয়ে দিলেন শার্দূল ঠাকুর

Thursday, January 30 2025, 1:43 pm
Shardul Thakur | রঞ্জিতে হ্যাটট্রিকের ইতিহাস! মেঘালয়কে ৮৬ রানে গুটিয়ে দিলেন শার্দূল ঠাকুর
highlightKey Highlights

জাতীয় দল থেকে তিন বছর ধরে ব্রাত্যের তালিকায় রয়েছেন শার্দূল ঠাকুর।


জাতীয় দল থেকে তিন বছর ধরে ব্রাত্যের তালিকায় রয়েছেন শার্দূল ঠাকুর। আইপিলে দল না পাওয়া সেই শার্দুলই বৃহস্পতিবার লিখলেন ইতিহাস। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স গ্রাউন্ডে দুরন্ত হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন ৩৩ বছরের শার্দুল। আজ মেঘালয়ের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্মই। শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমিতে অজিঙ্কা রাহানের দল টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। এদিকে মেঘালয়ের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ৮৬ রানে! নেপথ্যে শার্দুল পঞ্চম মুম্বইের বোলার হিসেবে রঞ্জিতে হ্যাটট্রিকের ইতিহাস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File