Sheikh Hasina | ‘লাগাতার মিথ্যে কথা বলছে হাসিনা!’ বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংসের পর দিল্লিকে হুঁশিয়ারি নোট পাঠালো ঢাকা
Thursday, February 6 2025, 3:15 pm

বুলডোজ়ার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। এই জন্য আওয়ামি লিগের সভাপতি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যকেই দায়ী করেছে অন্তর্বর্তী সরকার।
গতকাল বাংলাদেশে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ির অবশিষ্ট্যাংশ। এবার এই ঘটনার জন্যে শেখ হাসিনাকে দায়ী করলো ইউনুস সরকার। তাঁদের দাবি, ভারতে বসে নিজের দল আওয়ামি লিগের উদ্দেশ্যে লাগাতার ভাষণ দিচ্ছে হাসিনা। এইসব উস্কানিমূলক ভাষণ বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে। ফলে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরী হচ্ছে। হাসিনার এই ভাষণের বিষয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে প্রতিবাদলিপি দিয়েছে ঢাকার রাষ্ট্রদূত।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- শেখ হাসিনা
- মহাম্মদ ইউনূস
- মহম্মদ ইউনুস
- শেখ মুজিবুর রহমান