Sheikh Hasina | হাসিনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ‘লক’ করলো প্রশাসন, আর ভোট দিতে পারবেননা তিনি

Thursday, September 18 2025, 5:17 pm
Sheikh Hasina | হাসিনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ‘লক’ করলো প্রশাসন, আর ভোট দিতে পারবেননা তিনি
highlightKey Highlights

দেশের বাইরে থেকে আর ভোট দিতে পারবেন না মুজিবকন্যা। এমনকী তাঁর পরিবারের কারও আর ভোটাধিকার রইল না।


আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন। নির্বাচন কমিশনের আওতায় একাধিক সংস্কার চলছে সেদেশে। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাসিনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ‘লক’ করে দেওয়া হয়েছে। হাসিনার বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলেরও জাতীয় পরিচয়পত্র ‘লক’ করে ফেলা হয়েছে। ফলে দিল্লিতে বসে আর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। আর দেশে ভোট দিতে আসলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File