Haryana | বেলাগাম লিঙ্গ নির্ধারণ ও কন্যাভ্রূণ হত্যা! হরিয়ানায় ৩০০টি স্বাস্থ্যকেন্দ্রের লাইসেন্স বাতিল!
Friday, April 11 2025, 11:46 am
Key Highlightsবেলাগাম লিঙ্গ নির্ধারণ ও কন্যাভ্রূণ হত্যার ঘটনা ঘটছে হরিয়ানার নামি বেনামি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে!
বেলাগাম লিঙ্গ নির্ধারণ ও কন্যাভ্রূণ হত্যার ঘটনা ঘটছে হরিয়ানার নামি বেনামি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে! এই ঘটনা সামনে আসা মাত্রই ঘটনার তদন্তে টাস্কফোর্স গঠন করার পাশাপাশি ৩০০টি স্বাস্থ্যকেন্দ্রের লাইসেন্স বাতিল করলো হরিয়ানা সরকার। এমনকি লিঙ্গ নির্ধারণ ও গর্ভপাত আটকাতে আশা কর্মীদের সাহায্যে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। একাধিক কন্যা সন্তান রয়েছে এমন গর্ভবতী মহিলাদের তদারকি করার জন্য আশা কর্মীদের নিযুক্ত করা হচ্ছে এবং কন্যা সন্তানের জন্মের পর সেই মাকে ১,০০০ টাকা উপহার দিচ্ছে সরকার।
- Related topics -
- দেশ
- ভারত
- হরিয়ানা সরকার
- ক্রাইম
- হত্যা

