Paris Paralympic 2024 | ২০ দিন আগেই মৃত্যু মায়ের, প্যারিস প্যারালিম্পিক্সের তিরন্দাজিতে সোনা জিতে 'মা'কে উৎসর্গ করলেন হরবিন্দর
বুধবার ২২তম পদক হিসেবে তিরন্দাজিতে সোনা ঘরে এনেছেন হরবিন্দর সিং।
ভারতের প্যারালিম্পিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি পদক এসেছে চলতি বছরই। ইতিমধ্যে ২২টি পদক এসেছে ভারতের ঝুলিতে। বুধবার ২২তম পদক হিসেবে তিরন্দাজিতে সোনা ঘরে এনেছেন হরবিন্দর সিং। আর সেই পদক নিজের মাকে উৎসর্গ করেন তিনি। উল্লেখ্য,প্যারিস প্যারালিম্পিক্সের ২০ দিন আগে মাকে হারান হরবিন্দর। সেই শোক জয় করে সোনা জিতে মাকে উৎসর্গ করলেন তিনি। বলা বাহুল্য, করোনার সময় খেলার মাঠ, প্রস্তুতির জায়গাগুলো বন্ধ থাকায় নিজের চাষের জমিকে তিরন্দাজির ট্র্যাকে পরিবর্তন করেন হরবিন্দর। সেখানেই চলতো প্রশিক্ষণ।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স