Harvard-Trump Conflict | ট্রাম্পের শর্ত মানতে নারাজ হাভার্ড বিশ্ববিদ্যালয়, আটকানো হলো অনুদানের টাকা!
Tuesday, April 15 2025, 3:59 am
Key Highlightsফেডেরাল ফান্ডিং পাওয়ার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে একাধিক শর্ত দিয়েছিল ট্রাম্পের প্রশাসন।
ট্রাম্প প্রশাসন জানিয়েছিল ফেডারেল ফান্ডিং পেতে হলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে মানতে হবে একাধিক শর্ত। ওই শর্তের মধ্যে রয়েছে আমেরিকান মূল্যবোধ এবং প্রতিষ্ঠানের প্রতি শত্রুতাপূর্ণ যে কোনও আন্তর্জাতিক পড়ুয়ার গ্রহণযোগ্যতা সীমিত করা। এছাড়াও নিয়োগ ও ভর্তি সহ অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি এবং উদ্যোগ অবিলম্বে বন্ধ করার শর্তও আছে লিস্টে। প্রত্যুত্তরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানিয়েছেন, তারা ট্রাম্প প্রশাসনের নির্দেশ মানতে রাজি নন। ফলে ২ বিলিয়ন মার্কিন ডলার ফান্ডিং ‘ফ্রিজ়’ করলো ট্রাম্প প্রশাসন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ট্রাম্প
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- অর্থ বরাদ্দ
- অর্থনৈতিক

