Himachal Pradesh | হিমাচলে হড়পা বান, ভেসে গেলো অস্থায়ী সেতু, জিপলাইনে উদ্ধার ৪১৩ জন পর্যটক!

Thursday, August 7 2025, 5:28 am
highlightKey Highlights

মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে যায় টাংলিং নালার উপরের অস্থায়ী দুটি সেতু। আটকে পড়েন বহু পর্যটক।


উত্তরাখণ্ডের পর এবার হিমাচল প্রদেশ। বুধবার মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে যায় হিমাচল প্রদেশের কিন্নরে টাংলিং নালার উপরের অস্থায়ী দুটি সেতু। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় ভারত তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। রীতিমতো পর্বতারোহণের দক্ষতায় জিপলাইনে উদ্ধার ৪১৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ একাধিক। সকলেই তীর্থযাত্রী। এখনও চলছে উদ্ধারকাজ। মৃতদেহ খোঁজার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরদের কাজে নামিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File