Paris Olympic 2024 | পুরুষদের সিঙ্গলস টেবিল টেনিসে ভালো পারফরম্যান্স হরমীতের! কেভিন কর্ডনের বিরুদ্ধে জয়লাভ লক্ষ্য সেনের

Sunday, July 28 2024, 5:31 am
Paris Olympic 2024 | পুরুষদের সিঙ্গলস টেবিল টেনিসে ভালো পারফরম্যান্স হরমীতের! কেভিন কর্ডনের বিরুদ্ধে জয়লাভ লক্ষ্য সেনের
highlightKey Highlights

প্যারিস অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা এখনও পর্যন্ত যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে।


শনিবার প্যারিস অলিম্পিক্সে পুরুষদের টেবিল টেনিস (সিঙ্গলস) ইভেন্টে ভারতের হরমীত দেশাই যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেন। তিনি প্রিলিমিনারি রাউন্ডে জর্ডনের জ়ায়েদ আবোকে পরাস্ত করেন। এবার তাঁকে ফ্রান্সের টেবিল টেনিস তারকা তথা টুর্নামেন্টের তৃতীয় বাছাই ফেলিক্স লেবার্নের বিরুদ্ধে নেট রাউন্ডে খেলতে হবে। এই ম্যাচের ফলাফল ১১-৭, ১১-৯, ১১-৫, ১১-৫। অন্যদিকে, পুরুষদের সিঙ্গলস ইভেন্টে গ্রুপ পর্যায়ের ম্যাচে গুয়াতেমালার কেভিন কর্ডনের বিরুদ্ধে খেলতে নেমে স্ট্রেট সেটে জয়লাভ করেন লক্ষ্য সেন। ম্যাচের ফলাফল ২১-৯ এবং ২২-২০। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File