Hockey Asia Cup | ফের হরমনপ্রীত ম্যাজিক, এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে জাপানকে ওড়ালো ভারত

Sunday, August 31 2025, 3:30 pm
highlightKey Highlights

রবিবার কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে জয় পেল ভারত। এই ম্যাচেও জোড়া গোল করলেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং।


হকি এশিয়া কাপে দুরন্ত ফর্মে ভারতের তরুণরা। ম্যাচে জোড়া গোল করলেন ভারত ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। রবিবার জাপানকে ৪:৩ গোলে উড়িয়ে দিলো ভারত। এদিনকার ম্যাচে প্রথম কোয়ার্টারে ৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মনদীপ সিং। পরের মিনিটেই দ্বিতীয় গোল করেন ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। প্রথমার্ধে পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি জাপান। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মাথায় এক গোল শোধ করেন জাপানের কোসেই কাওয়াবে। তবে ৭ মিনিটের মধ্যেই ফের গোল করে ভারতের লিড বাড়ান হরমনপ্রীত। জাপান আর খেলায় ফিরতে পারেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File