শহর কলকাতা

Kolkata | হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত 'চন্দন'! ভিন রাজ্যে পালাচ্ছিল সে

Kolkata | হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত 'চন্দন'! ভিন রাজ্যে পালাচ্ছিল সে
Key Highlights

জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করল হরিদেবপুর থানার পুলিশ।

১লা সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার হরিদেবপুরে এক জন্মদিনের পার্টিতে গণধর্ষণের শিকার হন এক তরুণী। দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনার মূল অভিযুক্ত চন্দন মালিককে বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপরএক অভিযুক্ত দীপ পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। সূত্রের খবর, চন্দন মালিক নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড়পুজো কমিটির কর্তা বলে পরিচয় দেন। তাঁর সূত্রেই দীপের সঙ্গে পরিচয় হয় নির্যাতিতার। নির্যাতিতাকে কমিটির সঙ্গে যুক্ত করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাঁরা।