Hardy Sandhu | দ্বিতীয়বার বাবা হলেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক হার্ডি সান্ধু, দীপাবলিতে খুশির হাওয়া পরিবারে

Wednesday, October 22 2025, 6:17 am
highlightKey Highlights

সোশাল মিডিয়া হ্যান্ডলে পরিবারে নতুন সদস্য আসার সুখবর ভাগ করে নিয়েছেন হার্ডি ও তাঁর স্ত্রী জেনিথ।


ফের বাবা হলেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক হার্ডি সান্ধু। ২১ অক্টোবর নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডলে ফ্যানেদের সাথে নতুন সদস্য আসার সুখবর ভাগ করে নিয়েছেন হার্ডি ও তাঁর স্ত্রী জেনিথ। এই পোস্টে দেখা যাচ্ছে সদ্যজাতর হাতের পাশে আরও তিনটি হাত। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের জীবনের সুন্দর আশীর্বাদ আমাদের কাছে এসে পৌঁছেছে। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা।’ অনুরাগীদের শুভেচ্ছায় ভরে যাচ্ছে কমেন্ট বক্স। তবে ঘরে পুত্র না কন্যাসন্তান কে এল তা এখনও জানাননি তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File