Hardik Pandya Divorce | ইনস্টাগ্রামে পোস্ট করে বিবাহ বিচ্ছেদের কথা জানালেন হার্দিক পান্ডিয়া!

Friday, July 19 2024, 6:37 am
Hardik Pandya Divorce |  ইনস্টাগ্রামে পোস্ট করে বিবাহ বিচ্ছেদের কথা জানালেন হার্দিক পান্ডিয়া!
highlightKey Highlights

বহু দিনের জল্পনাই হলো সত্যি। ইনস্টাগ্রামে পোস্ট করে বিবাহ বিচ্ছেদের কথা জানালেন হার্দিক পান্ডিয়া।


বহু দিনের জল্পনাই হলো সত্যি। ইনস্টাগ্রামে পোস্ট করে বিবাহ বিচ্ছেদের কথা জানালেন হার্দিক পান্ডিয়া। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একত্রে থাকার সমস্ত রকম চেষ্টা করেছিলাম আমরা।’ সেই সঙ্গেই উল্লেখ করেছেন পুত্র সন্তান অগস্ত্যর ভবিষ্যতের দিকটি। নাতাশা ও তিনি মিলে যে তাঁদের সন্তানকে বড় করে তুলবেন জানিয়ে হার্দিক লেখেন, ‘ওর খুশির জন্য আমাদের পক্ষে যা দেওয়া সম্ভব আমরা দেব।’ প্রায় একই বয়ান নাতাশার পোস্টটিরও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File