সরকার গঠনের আগেই আফগানিস্তানে দুই গোষ্ঠীর মধ্যে আরও প্রকট হল বিরোধ

Wednesday, September 1 2021, 4:05 pm
highlightKey Highlights

সরকার গঠনের আগেই ক্ষমতার ভাগাভাগি নিয়ে প্রকাশ্যে শুরু হল তালিবানের গোষ্ঠীবিরোধ । জানা যাচ্ছে মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে হক্কানি গোষ্ঠী এবং কন্দহরের মোল্লা ইয়াকুব গোষ্ঠীর মধ্যে। এরূপ ঘটনা তালিবানকে সরকার গঠনের আগেই অস্বস্তিতে ফেলল।মোল্লা ইয়াকুব গোষ্ঠী রয়েছে তালিবানের সেনাবাহিনীর দায়িত্বে। তারা দাবি জানিয়েছে নতুন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার । কিন্তু অভিযোগ উঠছে হক্কানি গোষ্ঠী সেখানে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে। এমনকি মোল্লা ইয়াকুব স্পষ্ট জানিয়েও দিয়েছেন, যাঁরা দোহায় তাঁদের প্রধান কার্যালয়ে বসে আছেন, তাঁদের হুকুম শুনতেও রাজি নন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File