Stock Market | পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য থেকে হয় ভারতের অর্ধেক বিনিয়োগ, মোট লগ্নির প্রায় ৫.৮ শতাংশ হয় বাংলাতে

Sunday, September 29 2024, 7:28 am
Stock Market | পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য থেকে হয় ভারতের অর্ধেক বিনিয়োগ, মোট লগ্নির প্রায় ৫.৮ শতাংশ হয় বাংলাতে
highlightKey Highlights

ভারতীয় স্টক মার্কেটে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য থেকে হয় দেশের অর্ধেক বিনিয়োগ।


ভারতীয় স্টক মার্কেটে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য থেকে হয় দেশের অর্ধেক বিনিয়োগ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্টে, লগ্নিকারীদের অংশগ্রহণের নিরিখে, দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। ১ কোটি ৭০ লক্ষ লগ্নিকারী সেখানে। তালিকায় উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা গুজরাটের লগ্নিকারীর সংখ্যা ৮৮.৫ লক্ষ। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের লগ্নিকারী ৫৯ লক্ষ। মোট লগ্নির প্রায় ৫.৮ শতাংশ হয় বাংলাতে। রাজস্থানে ৫৭.৮ লক্ষ লগ্নিকারী। এনএসইর রিপোর্ট বলছে, দেশের মোট লগ্নিকারীর প্রায় অর্ধেক (৪৮%) এই পাঁচ রাজ্যের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File