Doctors' Day | ১লা জুলাই 'হাফ ডে', চিকিৎসক দিবসে রাজ্য সরকারি কর্মচারীদের ‘হাফ ছুটি’র ঘোষণা নবান্নের

Wednesday, June 25 2025, 2:22 pm
Doctors' Day | ১লা জুলাই 'হাফ ডে', চিকিৎসক দিবসে রাজ্য সরকারি কর্মচারীদের ‘হাফ ছুটি’র ঘোষণা নবান্নের
highlightKey Highlights

১ জুলাই, চিকিৎসক দিবসে রাজ্য সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটির ঘোষণা নবান্নের।


১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। প্রত্যেক বছর এইদিনে রাজ্যের সরকারি অফিস, প্রতিষ্ঠান, পুরসভা, সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি থাকে। বুধবার ছুটি সংক্রান্ত নোটিস জারি করে এবছর পয়লা জুলাই ডক্টর্স ডে উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ১ জুলাই দুপুর ২টোয় সমস্ত সরকারি অফিস ছুটি হয়ে যাবে। তবে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এর অফিস খোলা থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File