Haldia Gate | ‘হলদিয়া গেট’ সংস্কারের জন্যে বন্ধ থাকবে জাতীয় সড়ক! কখন খুলবে রাস্তা?
Wednesday, September 3 2025, 5:57 am

বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জাতীয় সড়কের ওই অংশ হলদিয়া গেট মেরামতির জন্য বন্ধ থাকবে।
হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ সূত্রে খবর, আজ এবং কাল এই দুদিন ‘হলদিয়া গেট’ মেরামতির কাজ চলবে। এর জেরে ৩ সেপ্টেম্বর, আজ বুধবার রাত ৮টা থেকে আগামিকাল, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত মহিষাদলের কাপাসএড়্যা থেকে বজ্রলালচক মোড় পর্যন্ত জাতীয় সড়কের একাংশ বন্ধ থাকবে। বিকল্প রাস্তা হিসেবে নিত্যযাত্রীরা কাপাসএড়্যা থেকে রাজ্য সড়ক হয়ে মহিষাদল তেরপখ্যা মোড়ে পৌঁছতে পারবেন। তেরপখ্যা মোড় থেকে মেচেদা রাজ্য সড়ক ধরে হলদিয়ায় পৌঁছনো যাবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিম মেদিনীপুর
- পূর্ব মেদিনীপুর
- মেদিনীপুর
- হলদিয়া