ক্রাইম

Ransomware Attack । দেশের অন্তত ৩০০ গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কে হ্যাকারদের হামলা! বন্ধ UPI পেমেন্টও

Ransomware Attack । দেশের অন্তত ৩০০ গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কে হ্যাকারদের হামলা! বন্ধ UPI পেমেন্টও
highlightKey Highlights

হ্যাকারদের নিশানায় দেশের অন্তত ৩০০ গ্রামীণ ও সমবায় ব্যাঙ্ক! তাদের সফটওয়্যারে ঢুকে পড়েছে র‌্যানসামওয়্যার।

হ্যাকারদের নিশানায় দেশের অন্তত ৩০০ গ্রামীণ ও সমবায় ব্যাঙ্ক! সূত্রের খবর, তাদের সফটওয়্যারে ঢুকে পড়েছে র‌্যানসামওয়্যার। যার জেরে আপাতত ব্যাঙ্কগুলির গ্রাহকদের ইউপিআই পেমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। এমনকি অনলাইনে লেনদেন করতে পারছেন না ব্যাঙ্কগুলির গ্রাহকরা। আশঙ্কা, এই র‌্যানসামওয়্যার হামলার ফলে ব্যাঙ্কের গ্রাহকদের সমস্ত তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে। তবে এই বিষয়ে এখনও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কোনও তথ্য দেওয়া হয়নি।