H9N2 Bird Flu । পশ্চিমবঙ্গে শিশুর শরীরে মিললো H9N2 ভাইরাস!

Wednesday, June 12 2024, 5:41 am
highlightKey Highlights

বার্ড ফ্লুর আতঙ্ক এবার রাজ্যে। পশ্চিমবঙ্গে এক চার বছর বয়সি শিশুর শরীরে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


বার্ড ফ্লুর আতঙ্ক এবার রাজ্যে। পশ্চিমবঙ্গে এক চার বছর বয়সি শিশুর শরীরে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফেব্রুয়ারি মাসে সেই শিশুকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। জানা গিয়েছে, ক্রমাগত গুরুতর শ্বাসকষ্ট, প্রবল জ্বর এবং পেটে ব্যথার কারণে সেই রোগীকে স্থানীয় হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি করা হয়। ভরতির প্রায় তিন মাস পরে সেই শিশু সুস্থ হয়ে ওঠে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ সংস্থা। 
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File