H-1B Visa | ‘মানবিক ও পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’- এইচ-১বি ভিসার দাম একধাক্কায় বাড়তেই চিন্তিত ভারত

এইচ-১বি ভিসার দাম ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) ধার্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার এইচ ১বি ভিসা নিয়ে নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে একধাক্কায় এইচ ১বি ভিসার দাম ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) ধার্য করা হয়েছে। নয়া ভিসানীতি নিয়ে উদ্বেগপ্রকাশ করল ভারত। ট্রাম্পের নির্দেশনামায় বলা হয়েছে, দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে মার্কিন সংস্থাগুলিকে ওই বাড়তি অর্থ দিতে হবে। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, “এই পদক্ষেপের জেরে পরিবারগুলি বিপর্যয়ের মধ্যে পড়বে, মানবিক (করুণ) পরিণতি হতে পারে।” ট্রাম্প প্র্রশাসন এ বিষয়ে ভাববেন, আশা ভারতের।