Gurap Child Rape-Murder | জন্মদিনের দিনই বিচার! গুড়াপে শিশু ধর্ষণ-খুন কাণ্ডে দোষী প্রতিবেশিকে ফাঁসির সাজা দিলো আদালত
Friday, January 17 2025, 12:10 pm

গুড়াপে শিশু ধর্ষণ ও খুন কাণ্ডে দোষী প্রতিবেশি প্রৌঢ়কে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়ার পকসো আদালত!
জন্মদিনের দিনই বিচার পেল বছর ৫ এর শিশুকন্যা! গুড়াপে শিশু ধর্ষণ ও খুন কাণ্ডে দোষী প্রতিবেশি প্রৌঢ়কে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়ার পকসো আদালত! এই নৃশংস ঘটনার ৫৪ দিনের মাথায় সাজা শোনালো আদালত। আর আজই নির্যাতিত শিশুকন্যার জন্মদিন। গত ২৪ নভেম্বর চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে নির্যাতন করে খুন করে প্রতিবেশী অশোক সিং। এরপর ৯ ডিসেম্বর গুড়াপে শিশুকে ধর্ষণ খুনে চার্জশিট গঠন করে পুলিশ। ১১ ডিসেম্বর চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু করা হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পরে গুড়াপ, গোটা রাজ্য।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হুগলি
- ক্রাইম
- ধর্ষণ
- খুন
- শিশু
- শিশুমৃত্যু
- আদালত