Al Qaeda Terrorist | সোশ্যাল মিডিয়ায় চলতো ট্রেনিং! ‘আল কায়দা’-এর ৪ জঙ্গিকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশের ATS
Wednesday, July 23 2025, 3:02 pm

‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’-এর চার জঙ্গিকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশের এটিএস।
পহেলগাঁও হামলার পর থেকেই জম্মু কাশ্মীর সহ গোটা দেশে লাগাতার তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ ও সেনার যৌথ টিম। ইতিমধ্যেই ইউটিউবার জ্যোতি সহ গ্রেপ্তার হয়েছে একাধিক। গোপন সূত্রে খবর পেয়ে ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’এর ৪ জঙ্গিকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশের ATS। ধৃতদের নাম মহম্মদ ফয়ক, মহম্মদ ফারদিন, সইফুল্লা কুরেশি এবং জিশান আলি। এদের মধ্যে ১ জনকে দিল্লি, আর ১ জনকে নয়ডা, অন্য দু’জনকে গুজরাটের আমেদাবাদ এবং মোদাসা থেকে ধরা হয়েছে। ধৃতরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল কায়দার সংস্পর্শে এসেছিল।
- Related topics -
- দেশ
- গুজরাট
- সন্ত্রাসবাদী
- সন্ত্রাসবাদ
- গ্রেফতার
- পহেলগাঁও জঙ্গি হামলা
- সোশ্যাল মিডিয়া
- পুলিশ
- পাকিস্তান