Gujarat | নেশার ঘোরে বচসা, যুবককে খুন করে ড্রামে ভরলো বন্ধু! গুজরাটের ঘটনায় গ্রেপ্তার ২

Friday, January 9 2026, 3:20 pm
Gujarat | নেশার ঘোরে বচসা, যুবককে খুন করে ড্রামে ভরলো বন্ধু! গুজরাটের ঘটনায় গ্রেপ্তার ২
highlightKey Highlights

ওই যুবকের দেহের একটি অংশ আধপোড়া অবস্থায় উদ্ধার হয়েছে। শরীরের অন্য অংশ রাখা ছিল একটি প্লাস্টিক ড্রামের মধ্যে।


জলন্ধর বাইপাস এলাকাথেকে উদ্ধার হলো এক নিখোঁজ যুবকের খণ্ড বিখণ্ড দেহ। মৃতের নাম দাবিন্দর কুমার (৩০)। মুম্বইয়ে একটি বেসরকারি সংস্থায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন তিনি। গত মঙ্গলবার গ্রামে ফিরে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন বলে স্ত্রীকে জানিয়ে ঘর থেকে বেরিয়ে যান। তার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মৃতের বন্ধু সামসের এবং তাঁর স্ত্রীকে। নেশার ঘোরে বচসা হতেই তাঁকে মেরে একটি প্লাস্টিক ড্রামের মধ্যে ভরে ধৃতরা। সিসিটিজি ফুটেজ থেকে খুনীদের ধরেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File