ঋতুমতীদের উপর থেকে সমস্ত রকম নিষেধাজ্ঞা সরানোর প্রস্তাবে কেন্দ্রকে নোটিশ দিল গুজরাত হাইকোর্ট
Wednesday, March 10 2021, 8:58 am
Key Highlights
প্রতি মাসের পাঁচ থেকে ছয় দিন প্রত্যেকটি নারীকে যে শারীরিক যন্ত্রণার সম্মুখীন হতে হয়, তা আমাদের কাছে ঋতুস্রাবের দিন বলে পরিচিত। এই সময় ঋতুমতীদের অনেক কাজে এমনকি অনেক জায়গায় নিষেধাজ্ঞা থাকে। এমনকি তাদের অনেক স্থানে প্রবেশ করা তো দূর স্পর্শ করতেও বাঁধা দেওয়া হয়। এবার ঋতুমতীদের সমস্ত রকম সামাজিক ছুঁত্মার্গ দূর করার প্রস্তাব দিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রকে নোটিশ দিল গুজরাট হাইকোর্ট। পাশাপাশি সরকারি, বেসরকারি বা কোনও ধর্মীয় স্থানে তাঁদের যাতে কোনও রকম হেনস্থার শিকার না হতে হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মতামত চেয়েছে আদালত।
- Related topics -
- লাইফস্টাইল
- গুজরাট
- গুজরাট হাইকোর্ট
- ঋতুস্রাব
- কেন্দ্রীয় সরকার
- স্বাস্থ্য