রাজকোট কোভিড হাসপাতালের অগ্নিকাণ্ডে নিহত ৬ জন!
Friday, November 27 2020, 7:55 am
Key Highlightsগুজরাতের রাজকোট শহরের শিবানন্দ শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালে শুক্রবার ভোররাতে আগুন লেগে যায়। ৩৩ করোনা রোগীর চিকিত্সা চলছিল এই কোভিড হাসপাতালে, কমপক্ষে মারা গেছেন ৬ জন, বেশ কয়েক জন রোগী জখম হয়েছেন। বাকিদের সরিয়ে আনা সম্ভব হয়েছে। হাসপাতালের ইনটটেনসিভ কেয়ার ইউনিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এই ভয়াবহ দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বাকিদের চিকিৎসা অন্য হাসপাতালে করা হবে বলেও জানানো হয়েছে।