ফ্যাশনপেয়ারা পাতার জাদুতেই মিটবে চুল পড়ার সমস্যা, কীভাবে জানেন?
ফ্যাশনের জগতে বিউটি প্রোডাক্টের কমতি নেই। আমাদের চারপাশেই রয়েছে এমন অনেক জিনিস, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়ায়ই, পাশাপাশি চুল ও ত্বকের সৌন্দর্য রক্ষা করে। প্রথমে বেশ কিছু পেয়ারা পাতা নিন। তা ফুটন্ত গরম জলে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করুন। প্রায় ২০ মিনিট ধরে সিদ্ধ করার পর মিশ্রণটা ঠান্ডা করে চুলের ভিতরে লাগান। দুই ঘণ্টা পর ভাল করে চুল ধুয়ে নিন। তারপর শুকনো হতে দিন। এই মিশ্রণ সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। চুল ঘন ও শক্ত হবে পাশাপাশি তাতে মসৃণতাও আসবে।