GST on Health Insurance | জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ক্ষেত্রে জিএসটিতে ছাড়

Saturday, October 19 2024, 1:15 pm
GST on Health Insurance | জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ক্ষেত্রে জিএসটিতে ছাড়
highlightKey Highlights

জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপরে কমতে চলেছে জিএসটি।


জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপরে কমতে চলেছে জিএসটি। শনিবার জিএসটি কাউন্সিলের তৈরি করা মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের গৃহীত প্রস্তাব অনুযায়ী, ৫ লক্ষ টাকা কভারেজের স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপরে কোনও জিএসটি লাগু করা হবে না৷ প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমায় যত টাকার কভারেজই থাকুক না কেন, প্রিমিয়ামের উপরে কোনও জিএসটি চাপানো হবে না৷ তবে ৬০ নীচে যাঁদের বয়স, তাঁরা ৫ লক্ষ টাকার বেশি অঙ্কের মেডিক্লেম করালে এখনকার মতোই ১৮ শতাংশ হারে প্রিমিয়ামের উপরে জিএসটি বসবে৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File