Junnar Leopards | জঙ্গল ভুলে আখের খেতেই 'সুগার বেবি'দের বাস, লেপার্ড আতঙ্কে মহারাষ্ট্রের জুন্নার!

মহারাষ্ট্রের জুন্নার এলাকার একটি আখের খেতে বেশ কয়েক বছর ধরেই বসবাস করছে একদল লেপার্ড।
পূর্বপুরুষ জঙ্গলে বাস করলেও নতুন প্রজন্মের ঠাঁই আখের খেত। মহারাষ্ট্রের জুন্নার এলাকার একটি আখের খেতে বেশ কয়েক বছর ধরেই বসবাস করছে একদল লেপার্ড। যাদের জঙ্গলে ছেড়ে দিয়ে এলেও কিছু দিনের মধ্যেই তারা ফিরে আসছে একই জায়গায়। এমনকী, সেখানেই সন্তানের জন্ম দিচ্ছে তারা। বন দপ্তরের কর্মীরা মজা করে তাদের নাম দিয়েছেন ‘সুগার বেবি’। কিন্তু এই 'সুগার বেবি'দের জন্য চিন্তা বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। তাঁদের বক্তব্য, লেপার্ড মোটেই নিরীহ বা পোষা জন্তু নয়। বন দপ্তরের কর্মীরাও এখন বেশ উদ্বিগ্ন বিষয়টি নিয়ে।
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র
