Greeshma Case | ফাঁসির সাজা দিলো আদালত! শ্যারন রাজ হত্যা-কাণ্ডে বান্ধবী গ্রীষ্মার মৃত্যুদণ্ড
কেরলে শ্যারন রাজের খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলো তাঁর 'প্রেমিকা' ২৪ বছর বয়সী গ্রীষ্মাকে!
আরজিকরে চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডের সাজা ঘোষণার দিনই কেরলে শ্যারন রাজের খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলো তাঁর 'প্রেমিকা' ২৪ বছর বয়সী গ্রীষ্মাকে! ২০২২ সালে শ্যারন রাজকে হত্যা করার অভিযোগে ১৭ জানুয়ারি গ্রীষ্মাকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর আজ অতিরিক্ত দায়রা আদালত গ্রীষ্মাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং পর্যবেক্ষণ করেন যে এটি বিরলতম ঘটনাগুলির মধ্যে একটি। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত নির্মল কুমারকে সহযোগী হিসেবে ভূমিকা পালন এবং প্রমাণ নষ্ট করার অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।