মরুভূমির অগ্রগতি রুখতে সাহারায় তৈরি হবে ‘গ্রেট গ্রিন ওয়াল’

Monday, February 1 2021, 2:57 am
highlightKey Highlights

সাহারা মরুভূমির আয়তনই বেড়ে চলেছে ক্রমশ। ধীরে ধীরে শুষ্কতা এগিয়ে চলেছে দক্ষিণের দিকে। তবে এই প্রাকৃতিক আগ্রাসন রুখতেই সাধারণ মানুষরা তৈরি করতে চলেছেন একটি সবুজ দেয়াল। অর্থাৎ সারি সারি অসংখ্য একাশিয়া গাছ। এই গাছের দেয়াল পেরিয়ে মরুভূমি আর এগিয়ে আসতে পারবে না। এবার এই অভিনব প্রকল্পের জন্যই অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দিল পৃথিবীর উন্নত দেশগুলির একাংশ। প্যারিসে অনুষ্ঠিত ‘ওয়ান প্ল্যানেট সামিট ফর বায়োডাইভার্সিটি’-তেই ঠিক হয়ে গিয়েছে এই সিদ্ধান্ত। অর্থনৈতিক সাহায্যের সবচেয়ে বড়ো প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স সরকার। এই অর্থে আগামী ১০ বছরের মধ্যেই গ্রেট গ্রিন ওয়াল প্রকল্পের কাজ আরও ৩০ শতাংশ এগিয়ে যাবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File