Delhi Pollution | বায়ু দূষণের মাত্রায় লাগাম দিতে দিল্লি ও লাগোয়া এনসিআর এলাকায় বহাল GRAP 4!
দিল্লি ও লাগোয়া এনসিআর এলাকায় GRAP 4 বহাল করল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।
দিল্লির বায়ুদূষণ ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে। এবার পরিস্থিতি সামাল দিতে দিল্লি ও লাগোয়া এনসিআর এলাকায় GRAP 4 বহাল করল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। CAQM জানিয়েছে দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৩৮৬তে পৌঁছে গিয়েছে। IMDর পূর্বাভাস, এই দূষণের মাত্রা ৪০০ পেরিয়ে যাবে। এরপরই GRAP 4 বহাল করা হয়েছে। বায়ুদূষণ রোধ করতে বন্ধ থাকবে নির্মাণকাজ এবং ভাঙার কাজ, সবরকম খনি সংক্রান্ত কাজ বন্ধ থাকবে, দিল্লি, গুরগাঁও, ফরিদাবাদ, গাজ়িয়াবাদ এবং নয়ডায় BS3 পেট্রোল এবং BS-4 ডিজ়েল গাড়ি চালানো বন্ধ থাকবে।