Graham Thorpe | মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত গ্রাহাম থর্প! দেশের হয়ে খেলেছিলেন ১০০ টেস্ট! ছিলেন ইংল্যান্ডের কোচও
Monday, August 5 2024, 10:50 am
Key Highlightsমাত্র ৫৫ বছর বয়সেই প্রয়াত গ্রাহাম থর্প। দেশের হয়ে খেলেছিলেন ১০০ টেস্ট।
মাত্র ৫৫ বছর বয়সেই প্রয়াত গ্রাহাম থর্প। দেশের হয়ে খেলেছিলেন ১০০ টেস্ট। গত শতাব্দীর নয়ের দশকে সচিন তেন্ডুলকর, স্টিভ ওয়া, রিকি পন্টিং, ব্রায়ান লারাদের মতো একই সারির খেলোয়াড় ছিলেন তিনি। টেস্টে তাঁর মোট রান ৬৭৪৪। পাশাপাশি ৮২টা ওয়ান ডে-ও খেলেছেন । ২৩৮০ রান করেছেন। ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সারের হয়ে খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট। ইংল্যান্ডের কোচ হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। মাত্র ৫৫ বছর বয়সে থর্পের চলে যাওয়া মেনে নিতে পারছেন কেউই।

 