Govindachamy | জেল থেকে পালিয়ে লুকিয়ে ছিল কুয়োয়, বন্দি ধর্ষণ ও খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোবিন্দাচামি!
Friday, July 25 2025, 11:19 am

পুলিশের হাতে বন্দি কান্নৌর সেন্ট্রাল জেলে থেকে পলাতক ধর্ষণ ও খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি গোবিন্দাচামি।
পুলিশের হাতে বন্দি কান্নৌর সেন্ট্রাল জেলে থেকে পলাতক ধর্ষণ ও খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি গোবিন্দাচামি। কেরল পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ জেলের পাঁচিল টপকে পালিয়েছিল সে। তবে শুক্রবার বেলা ১১টা নাগাদ তালাপ এলাকায় ন্যাশনাল স্যাম্পল সার্ভে বিল্ডিংয়ের পিছনের একটি কুয়ো থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর কেরলের ওই জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। উল্লেখ্য,২০১১ সালে ২৩ বছরের এক মহিলাকে প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে ধর্ষণের পরে খুন করেছিল এই কুখ্যাত দুষ্কৃতী।