Topsia | তপসিয়া মোড়ে উল্টে গেল সরকারি বাস, পিছনের অংশ কেটে বের করা হলো যাত্রীদের!

Tuesday, January 13 2026, 6:53 am
Topsia | তপসিয়া মোড়ে উল্টে গেল সরকারি বাস, পিছনের অংশ কেটে বের করা হলো যাত্রীদের!
highlightKey Highlights

মঙ্গলবার সকালে পার্কসার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে তপসিয়া মোড়ে উল্টে গেল একটি যাত্রীবোঝাই সরকারি বাস।


সাতসকালে শহর কলকাতায় বাস দুর্ঘটনা। মঙ্গলবার সকালে পার্কসার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে তপসিয়া মোড়ে উল্টে গেল একটি যাত্রীবোঝাই সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারায় দুমড়ে মুচড়ে যায় বাসটির সামনের অংশ। অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে, বাসের পিছনের অংশের কাচ ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন যাত্রী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। যাত্রীদের অনেকের দাবি, বাসটির সামনের চাকা পাংচার হয়ে যাওয়াতেই এই দুর্ঘটনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File