Google Willow | কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে বড় সাফল্ল্য Googleর! প্রযুক্তির ভবিষ্যত পাল্টে দেবে চিপ Willow

Wednesday, December 11 2024, 5:26 am
highlightKey Highlights

এর সাহায্যে একধাক্কায় অনেকটা এগিয়ে যাবে প্রযুক্তির ভবিষ্যত। আরও শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করা যাবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।


জটিল অঙ্কের সমাধান মাত্র ৫ মিনিটের মধ্যে করে দেবে Googleর নেক্সট জেনারেশন কম্পিউটার চিপ Willow! X হ্যান্ডলে সুন্দর পিচাই জানান, একটি বেঞ্চমার্ক পরীক্ষায় Willow এমন একটি জটিল অঙ্কের সমাধান ৫ মিনিটের কম সময়ে সমাধান করেছে, যা কোনও সুপার কম্পিউটার সমাধান করতে ব্রহ্মাণ্ডের বয়সের থেকেও বেশি সময় নিতো। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় Googleর কোয়ান্টাম ল্যাবে তৈরি হয়েছে এই চিপ।এর সাহায্যে একধাক্কায় অনেকটা এগিয়ে যাবে প্রযুক্তির ভবিষ্যত। আরও শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করা যাবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File