সরিয়ে ফেলা হল ৫৯ হাজার লিংক, দেশের নয়া ডিজিটাল নীতি মেনে গুগল এর এই পদক্ষেপ
কেন্দ্রের বহুচর্চিত ডিজিটাল আইন মেনেই কড়া পদক্ষেপ নিল গুগল। ৫৯ হাজারের বেশি লিংক সরিয়ে ফেললো সার্চ ইঞ্জিন গুগল। যার মধ্যে রয়েছে ইউটিউবের লিংকও। এবিষয়ে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, এপ্রিলে তাঁদের কাছে মোট ২৭ হাজার ৭১৬টি অভিযোগ এসেছে । যার মধ্যে অধিকাংশই কপিরাইট সংক্রান্ত। তিনি ইউটিউবের প্রসঙ্গে বলেন ইউটিউবের মতো নিজস্ব সংস্থার ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হলেও ‘সার্চ’-এর ক্ষেত্রে কোনও লিংক সরানো হয়নি।
- Related topics -
- টেকনোলজি
- গুগল
- ইউটিউব
- ডিজিটাল আইন