দেশ

‘‌গুগল পে’তে টাকা পাঠাতে এবার কি চার্জ দিতে হবে ভারতীয়দেরও! কী বলছে সংস্থার কর্তৃপক্ষ?

‘‌গুগল পে’তে টাকা পাঠাতে এবার কি চার্জ দিতে হবে ভারতীয়দেরও! কী বলছে সংস্থার কর্তৃপক্ষ?
Key Highlights

Google Pay’‌তে টাকা পাঠালে দিতে হবে বিশেষ চার্জ। কিন্তু ভারতীয় ব্যবহারকারীদের এবার আশার বাণী শোনাল গুগল। তাঁদের নয়া ঘোষণা, এই চার্জ দিতে হবে না। এই নিয়ম কেবলমাত্র মার্কিন নাগরিকদের জন্যই। বুধবার গুগলের তরফ থেকেই এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।নগদ লেনদেনের তুলনায় এখন অনেকেরই পছন্দ অনলাইনে টাকা দেওয়ানেওয়া। আর‌ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মধ্যে ভারতে অন্যতম জনপ্রিয় এই ‘‌গুগল পে’‌। তবে সম্প্রতি গুগলের এই ডিজিটাল পেমেন্ট সংস্থা জানিয়েছিল, নতুন বছর থেকে ‘‌গুগল পে’‌ ব্যবহার করে টাকা পাঠাতে দিতে হবে চার্জ।তবে সম্প্রতি সংস্থার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই চার্জ কেবলমাত্র আমেরিকান নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য।