গুগল মিটে ফ্রি সার্ভিস বন্ধ, ১ ঘণ্টার বেশি ফ্রি তে আর গ্রুপ ভিডিয়ো কল করতে পারবেন না ব্যবহারকারীরা

Thursday, July 15 2021, 12:14 pm
গুগল মিটে ফ্রি সার্ভিস বন্ধ, ১ ঘণ্টার বেশি ফ্রি তে আর গ্রুপ ভিডিয়ো কল করতে পারবেন না ব্যবহারকারীরা
highlightKey Highlights

করোনা পরিস্থিতিতে গুগল মিটের চাহিদা তুঙ্গে। এতদিন বিনামূল্যেই ঘন্টার পর ঘন্টা অনলাইন ক্লাস অথবা অফিস এর মিটিং সবটাই করা যেত গুগল মিটে তবে এখন আর সেই সুবিধা পাবেন না ফ্রি ব্যাবহারকারীরা। গুগল এর নয়া সিদ্ধান্ত অনুযায়ী জানা যাচ্ছে , ফ্রি ব্যবহারকারীরা এবার থেকে ৫৫ মিনিট বিনামূল্যে কল করতে পারবেন তার পরই নোটিফিকেশন আসবে। তাতে বলা হবে, আর পাঁচ মিনিটের মধ্যে ফ্রি কলটি বন্ধ হতে চলেছে। অর্থাৎ ফ্রি তে কেবল ১ ঘন্টাই কল করা যাবে। তবে এই নিয়ম শুধুমাত্র গ্রুপ ভিডিও কলের ক্ষেত্রেই প্রযোজ্য ওয়ান-টু-ওয়ান কলের ক্ষেত্রে কোনও সময়সীমা থাকবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File