Google | ফের কর্মী ছাঁটাই Googleএ! ব্যবসায়ীক কিছু পরিবর্তন আনতেই উচ্চ পর্যায়ের কর্মীদের ছাঁটাই
Saturday, December 21 2024, 6:16 am
Key Highlightsবিভিন্ন দফতরে কর্মরত পরিচালক বা ম্যানেজারদের মধ্যে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই ছাঁটাইয়ের ঘোষণা করেছেন টেক জায়ান্ট Googleর প্রধান কর্মাধ্যক্ষ সুন্দর পিচাই।
ফের কর্মী ছাঁটাই করলো Google! তবে এবার সাধারণ কর্মী নয়, উচ্চ পর্যায়ের কর্মীদের ছাঁটাই করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বিভিন্ন দফতরে কর্মরত পরিচালক বা ম্যানেজারদের মধ্যে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই ছাঁটাইয়ের ঘোষণা করেছেন টেক জায়ান্ট Googleর প্রধান কর্মাধ্যক্ষ সুন্দর পিচাই। এছাড়াও চাকরি গিয়েছে ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট পদের কর্মীদেরও। মূলত, সংস্থার অন্দরে ব্যবসায়ীক কিছু পরিবর্তন আনতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট Google।
- Related topics -
- আন্তর্জাতিক
- গুগল
- গুগল সিইও সুন্দর পিচাই
- কর্মী ছাটাই

