Krishnakumar Kunnath 'KK' । ' শিল্পীর মৃত্যু হয়, শিল্পের নয়'..KKকে বিশেষ সম্মান Google এর

Friday, October 25 2024, 8:23 am
Krishnakumar Kunnath 'KK' । ' শিল্পীর মৃত্যু হয়, শিল্পের নয়'..KKকে বিশেষ সম্মান Google এর
highlightKey Highlights

২৫ অক্টোবর গুগল ডুডল কেকে-কে স্মরণ করেছে, যিনি ১৯৯৯ সালে "ছোড় আয়ে হাম ইয়ে গলিয়াঁ" গান দিয়ে বলিউডে পা রাখেন।


২০২২ সালে কলকাতায় অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ ওরফে 'কেকে'। গায়কের প্রয়াণের শোক এখনও মেটাতে পারেনি কেউই। শিল্পী চলে গেলেও তাঁর শিল্প যেন পেয়েছে আরও জনপ্রিয়তা। এবার তাঁর শিল্পকে বিশেষ সম্মান দিলো Google। আজ, শুক্রবার গুগল ডুডলে স্থান পেলেন 'কেকে'। ১৯৯৯ সালে ঠিক এদিনই বলিউডের পর্দায় শোনা গিয়েছিল তাঁর কণ্ঠ। ছবির নাম মাচিস। আর গানটি হল ‘ছোড় আয়ে হাম ইয়ে গলিয়াঁ’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File