Gold Rate Today | বিয়ের মরসুমে তরতর করে চড়ছে হলুদ ধাতুর দাম, আজকে কলকাতায় সোনার দর কত?
Saturday, January 25 2025, 2:44 am
Key Highlightsনতুন বছরে ওঠানামা করছে হলুদ ধাতুর দাম। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮০হাজার ছাড়িয়ে গিয়েছিল আগেই। শনিবার কিছুটা কমলো ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম।
নতুন বছরে ওঠানামা করছে হলুদ ধাতুর দাম। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮০হাজার ছাড়িয়ে গিয়েছিল আগেই। শনিবার কিছুটা কমলো ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। বিয়ের মরসুমে মধ্যবিত্তদের সামান্য স্বস্তিতে। আজ, ২৫ জানুয়ারি, কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৩,৫৯৯ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮০,৩৪৮ টাকা। তবে ১৮ ক্যারেটের দাম বেড়ে ৬২৫৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৯১৪১৩ টাকা হয়েছে৷
- Related topics -
- শহর কলকাতা
- সোনার দর
- সোনা

