Gold Rate Today | তৃতীয়াতে কতটা দর বাড়িয়েছে হলুদ ধাতু? আজ কলকাতায় সোনার দাম কত?
Thursday, September 25 2025, 4:49 am

অন্যদিকে ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ৩ হাজার ২০০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও চরমে উঠেছে।
আজ বৃহস্পতিবার কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে) পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ১৪ হাজার ৯০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ১ লক্ষ ৯ হাজার ২০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। রুপো (খুচরো): ১ লক্ষ ৩৬ হাজার ১০০ টাকা (প্রতি কেজি)। ১০ গ্রাম পাকা সোনার দাম এখন ১ লক্ষ ১৪ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। তবে বাজারে এই দামে আপনি সোনা কিনতে পারবেন না। এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং গয়না তৈরির মজুরি।
- Related topics -
- বাণিজ্য
- সোনা
- সোনার দর
- স্বর্ণকার
- মূল্যবৃদ্ধি
- শহর কলকাতা