Gold Rate | ফের হলুদ ধাতুর দাম নিম্নগামী! সস্তা সোনা আমজনতাকে স্বস্তি দেবে কি?
Friday, August 1 2025, 2:50 am
Key Highlightsগত কয়েকদিনে সোনার দাম বাড়লেও বৃহস্পতিবারের চেয়ে শুক্রবারের সোনার দর কিছুটা নেমেছে।
সোনা রুপোর মতো ধাতুর দাম দিনদিন উর্দ্ধগামী। গত কয়েকদিনে সোনার দাম বাড়লেও বৃহস্পতিবারের চেয়ে শুক্রবারের সোনার দর কিছুটা নেমেছে। শুক্রবার কলকাতার বাজারে সোনার দর (কর বাদে): পাকা সোনা বার (২৪ ক্যারাট)= ৯৮ হাজার ৯৫০ টাকা (প্রতি ১০ গ্রাম), পাকা সোনা বার (খুচরো)= ৯৯ হাজার ৪৫০ টাকা (প্রতি ১০ গ্রাম), হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট)= ৯৪ হাজার ৫০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। বৃহস্পতিবারের তুলনায় প্রতি কেজি রুপোর দামও কমেছে। আজ প্রতি কেজি রুপো (খুচরো)= ১ লক্ষ ১২ হাজার টাকা।
- Related topics -
- শহর কলকাতা
- সোনা
- সোনার দর
- স্বর্ণকার
- মূল্যহ্রাস

