Gold Rate Today | গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম, আজ কলকাতায় কতোতে বিকোচ্ছে হলুদ ধাতু?
Saturday, April 26 2025, 2:22 pm

গত কয়েক তিন দিনে সোনার দাম কিছুটা হলেও কমেছে। যদিও তা এখনও ৯০ হাজারের উপরেই রয়েছে।
সামনেই বিয়ের মাস। এদিকে বৈশাখী গরমে জেরবার বঙ্গ। দাবদাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সোনার দামও। আজ ২৬শে এপ্রিল, শনিবার কলকাতার বাজারে সোনার দর: প্রতি ১০ গ্রাম পাকা সোনা বার (২৪ ক্যারাট)= ৯৫ হাজার ৮০০ টাকা (জিএসটি বাদে)। প্রতি ১০ গ্রাম পাকা সোনা বার (খুচরো)= ৯৬ হাজার ৩০০ টাকা। প্রতি ১০ গ্রাম হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট)= ৯১ হাজার ৫৫০ টাকা (জিএসটি বাদে)। বেড়েছে রুপোর দরও। প্রতি কেজি রুপোর (খুচরো) দাম দাঁড়িয়েছে ৯৮ হাজার ১৫০ টাকায়। বাজারে কিনতে গেলে এই দরের সাথে দিতে হবে করও।