Gold Rate Today | ধনতেরসের দিনও উর্দ্ধগামী হলুদ ধাতুর দর, আজ কলকাতায় সোনার দাম কতো?
Saturday, October 18 2025, 3:23 am

অগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই নতুন করে সোনা ও রুপোর দাম বাড়তে শুরু করেছে। সেই বৃদ্ধির ধারা এখনও বজায় রয়েছে।
উৎসবের মরশুমে চড়চড় করে চড়ছে হলুদ ধাতুর দাম। গতকাল ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ৩ হাজার ১৫০ টাকা। তবে প্রতি কেজি রুপোর দাম কমেছে ২ হাজার ৫০ টাকা। আজ ১৮ই অক্টোবর, শনিবার কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে) পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ৩০ হাজার ৯৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ১ লক্ষ ২৫ হাজার ১০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। রুপো (খুচরো): ১ লক্ষ ৭৩ হাজার ৭০০ টাকা (প্রতি কেজি)।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী
- শহর কলকাতা
- সোনার দর
- সোনা
- স্বর্ণকার
- মূল্যবৃদ্ধি
- মূল্যহ্রাস
- রুপা
- রুপোর গয়না
- রাজ্য
- ভারত