অর্থনৈতিক

Gold Price | পার ১ লক্ষর গন্ডি! সর্বোচ্চ দামের রেকর্ড গড়লো সোনা! চার মাসে দাম বেড়েছে ২০,৮০০ টাকা!

Gold Price | পার ১ লক্ষর গন্ডি! সর্বোচ্চ দামের রেকর্ড গড়লো সোনা! চার মাসে দাম বেড়েছে ২০,৮০০ টাকা!
Key Highlights

১ লক্ষর গন্ডি ছাড়ালো খুচরো বাজারে সোনার দাম। সোমবার বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৭,২০০ টাকা।

১ লক্ষর গন্ডি ছাড়ালো খুচরো বাজারে সোনার দাম। সোমবার বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৭,২০০ টাকা। এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি যোগ হলে খুচরো দামে তা ১,০০,০০০ টাকার সীমা অতিক্রম করে। তথ্য বলছে, ২০২৫ সালে এখনও পর্যন্ত প্রতি ১০ গ্রামে সোনার দাম বেড়েছে প্রায় ২০,৮০০ টাকা, অর্থাৎ প্রায় ২৬ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, এই দাম বৃদ্ধির অন্যতম কারণ আমেরিকা ও চিন বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন, মার্কিন অর্থনীতি নিয়ে উদ্বেগ এবং ডলার সূচকের পতন।