Gold Price Today | ৯০ হাজার ছুঁয়ে ৭ এর ঘরে ফিরে এলো সোনা, সস্তা হলো রুপোলি ধাতুও
![Gold Price Today | ৯০ হাজার ছুঁয়ে ৭ এর ঘরে ফিরে এলো সোনা, সস্তা হলো রুপোলি ধাতুও](https://media.bengalbyte.in/images/8q834gg8/featured.webp)
এক ধাক্কায় ৭ হাজার টাকা কমে গেল সোনার দাম। সস্তায় সোনা কেনার আজই সুবর্ণ সুযোগ।
ভ্যালেন্টাইন ডের আগেই এক ধাক্কায় কমল হলুদ ধাতুর দাম। কমল রুপোর দামও। আজ ১২ই ফেব্রুয়ারি, বুধবার কলকাতায় ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৭ হাজার ৮৯৪০ টাকা, ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯ হাজার ৪০০ টাকা। একদিনে কমেছে ৭০০০ টাকা। আবার ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনা আজ ৮ হাজার ৬৬৭ টাকায় পাবেন,১০ গ্রাম ৮৬ হাজার ৬৭০ টাকা। ৭১০০ টাকা দাম কমেছে একদিনেই। ১০০ গ্রাম রুপোর ৯ হাজার ৯৫০ টাকা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সোনার দর
- সোনা
- শহর কলকাতা