Gold Price Today | বিয়ের মরসুমে ৮৪ হাজারের গন্ডি ছাড়ালো সোনার দর, মাথায় হাত মধ্যবিত্তদের
Friday, January 31 2025, 3:33 am
Key Highlightsগত বছরের পুজোর মরশুমের মতো পরিস্থিতি ফের তৈরি হলো। ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটের আগে ফের চড়ল সোনার দাম।
গত কয়েক দিনে ধীরে ধীরে চড়ছে সোনার দর। বাজেটের আগেই ৮৪ হাজারের গন্ডি ছাড়ালো হলুদ ধাতু। আজ, ৩১ জানুয়ারি, শুক্রবার কলকাতায় সোনার দর (জিএসটি বাদে) ২৪ ক্যারাট ১০ গ্রাম পাকা সোনার দর ৮১ হাজার ৪০০ টাকা। প্রতি ১০ গ্রাম খুচরো পাকা সোনা বারের দাম ৮১ হাজার ৮০০ টাকা। হলমার্কযুক্ত ২২ ক্যারাট ১০ গ্রাম গয়না সোনার দর ৭৭ হাজার ৭৫০ টাকা। প্রতি কেজি খুচরো রুপোর দাম পড়বে ৯২ হাজার ৫০০ টাকা।
- Related topics -
- শহর কলকাতা
- সোনার দর
- সোনা
- মূল্যবৃদ্ধি

