Gold Rate Today | দাম পড়েছে সোনার, সাধ্যের মধ্যে রুপোও, বিয়ের মরশুমে স্বস্তি শহরবাসীর
Friday, November 28 2025, 4:31 am
Key Highlightsহলমার্ক ২২ ক্যারেট গয়নার ১ গ্রাম সোনার দাম হয়েছে ১২,০৬৫ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় ০.০৪ শতাংশ কম।
বিয়ের মরশুমে কিছুটা কোমল হলুদ ধাতুর দাম। ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার কলকাতায় হলমার্ক ২২ ক্যারেট গয়নার ১ গ্রাম সোনার দাম হয়েছে ১২,০৬৫ টাকা। ১০ গ্রামের দাম ১,২০,৬৫০ টাকা। ২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১ গ্রাম আজ ১২,৬৯৫ টাকা ১০ গ্রামের দাম ১,২৬,৯৫০ টাকা। গোল্ড বারের দামও কমেছে। ২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১ গ্রামের দাম ১২,৬৩০ টাকা এবং ১০ গ্রাম ১,২৬,৩০০ টাকা। দাম বেড়েছে রুপোর। শুক্রবার ১ কেজি খুচরো রুপোর দাম পড়বে ১,৬৪,৪০০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম পড়বে ১,৬৪,৩০০ টাকা।
- Related topics -
- বাণিজ্য
- সোনার দর
- সোনা
- স্বর্ণকার
- রুপোর গয়না
- রুপা
- মূল্যবৃদ্ধি
- মূল্যহ্রাস

